এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে উঠেছে। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ইরানকে পরাজিত করে। ২৮ মিনিটে কৃষ্ণা ও ৮১ মিনিটে মার্জিয়া গোল দুটি করেন। আজ ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ লড়বে। নেপাল আরেক সেমিতে ভারতকে ১-০ গোলে পরাজিত করে।
এবারে আসরে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে। যোগ্য দুটি দল ফাইনালে উঠেছে। তবে বাংলাদেশ আশা করছে নেপালকে হারিয়ে শিরোপা জিতবে। আন্তর্জাতিক ফুটবলে পুরুষরা সুবিধা করতে না পারলেও মেয়েরা বেশ এগিয়েছে। মালদ্বীপে ঘরোয়া আসর খেলতে গিয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন বাংলাদেশের মহিলা ফুটবলার সাবিনা। মালদ্বীপের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা তার পারফরম্যান্সের কথা খুবই গুরুত্বসহকারে প্রকাশ করেছে।