পাকিস্তানে বসে নিজ দলকে টাইগারদের কাছে করুণভাবে হারতে দেখেছেন শহিদ আফ্রিদি। ঢাকাতে এসে নিজ দলকে বাংলাওয়াশ হতে দেখেছেন। আত্মবিশ্বাস ছিল টি-টোয়েন্টিতে জয় ছিনিয়ে নেবেন। বলেছিলেন, ওয়ানডে দলে সবাই তরুণ। অভিজ্ঞতা কম। টি-টোয়েন্টিতে পাকিস্তান ভাল করবে। শেষ পর্যন্ত কম ওভারের এ ম্যাচটিতে দলের নেতৃত্ব দিয়েও জেতাতে পারলেন না আফ্রিদি। তাই এবার টেস্ট সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন বুম বুম আফ্রিদি।
ম্যাচ শেষে মুখটা মলিন করে আফ্রিদি উপস্থিত হয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বলার মতো কোনো ভাষাই হয়তো খুঁজে পাচ্ছিলেন না পাকিস্তান দলপতি। তার পরও আনুষ্ঠানিকতা মেনে দু-একটি কথা বলতে হয় তাকে। হারের পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বললেন, 'প্রথমে আমি বাংলাদেশকে অভিনন্দন জানাব। তারা একটি ভালো সময় পার করছে। বিশেষ করে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভয়ংকর। আমাদের দলটা বেশ তরুণ। তাদের আরো সময় দিতে হবে। মিসবাহ ও ইউনুস টেস্ট দলে রয়েছে। আশা করি, টেস্টে সিরিজে আমরা ভালো করতে পারব।'
তবে ২/৩টি আউট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। বিশেষ করে নিজের আউট নিয়ে বলেছেন, 'আমি আউট ছিলাম না। তবে ভুল হতেই পারে। একটি সিদ্ধান্ত নয়, দুই বা তিনটি সিদ্ধান্ত এমন হয়েছে। আইসিসি ব্যাপারটা দেখবে। আমার হয় এই সিদ্ধান্তগুলো ওদের নজরে এসেছে।'
তিনি আরও যোগ করেছেন, 'সবাই ভুল করে। ওরা এটা বুঝতে পারবে। ম্যাচ রেফারি আছেন, তিনি অবশ্যই দেখেছেন। আমার মতে, একটি সিদ্ধান্ত একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আইসিসি সিদ্ধান্তগুলো দেখেছে।'
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ