কলকাতার ক্রিকেটার অঙ্কিত কেশারীর মৃত্যুর রেশ কাটতে না কাটতে ভারতে ফের ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা ঘটলো। এবার ভামসি কৃষ্ণা নামে এক ইয়াং ক্রিকেটারের ব্যাটিং করার সময় বলের আঘাতে মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬ বছর।
বৃহস্পতিবার বিকালে ভারতের হায়দ্রাবাদের ভ্যানাশথালিপুরামে বন্ধুদের সঙ্গে খেলার সময় ব্যাটিং করছিলেন কৃষ্ণা। এ সময় বোলার বল করলে ওই বল তার বুকে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কৃষ্ণা। ত্বরিত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, কৃঞ্চার সঙ্গে যারা খেলছিলেন তাদের সবার বয়স ১২ বছরের কম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় ক্রিকেট মাঠে ফিল্ডিংয়ের সময় একই দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে ২০ বছর বয়সী ক্রিকেটার অঙ্কিত কেশারীর। পরে ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর মাথায় বলের আঘাতে মৃত্যু হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের। তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/শরীফ