অনেক নাটকীয়তার পর বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা ৩টি ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়ে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান দল। তবে দল হারলেও সিরিজে উজ্জ্বল ছিলেন আজহার আলী।
তবে টি-টোয়েন্টিতে শহিদ আফ্রিদি, আহমেদ শেহজাদ ও সোহেল তানভীরের মতো তারকা ক্রিকেটার ফিরে আসায় জয় প্রত্যাশায় মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু সেখানে তরুন পেসার মুস্তাফিজুর রহমান আর ব্যাটিংয়ে সাকিব ও সাব্বিরে ঝড়ো ব্যাটিংয়ে সে আশাও শেষ হয় পাকিস্তানের। এরপর পাক ক্রিকেটারদের নিয়ে সমালোচনা আসছে দেশটির বিভিন্ন মহল থেকে।
এই সমালোচনায় যোগ দেয় পাকিস্তানসহ বিভিন্ন দেশের গনমাধ্যমও। পাকিস্তানি পত্রিকা ‘ডেইলি টাইমস’ একটি কার্টুন বের করে যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটকে ধোলাই দিচ্ছে। শুধু পাকিস্তানি পত্রিকা নয়, অন্যান্য সব নামি দামি পত্রিকাতেও এমন কার্টুন প্রকাশ করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৫/মাহবুব