মেসি ও নেইমারের করা দু’গোলে এস্প্যানিয়লকে হারিয়ে দিল বার্সেলোনা। এই জয়ের পরে এক ম্যাচ বেশি খেলে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
আজকের খেলায় একের পর এক আক্রমণ শানিয়ে এস্প্যানিয়লের বক্সে নাজেহার করে তোলেন মেসি-নেইমাররা। ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই নেইমার গোল করে বার্সাকে এগিয়ে দেন। এরপর ২৫ মিনিটে দলের পক্ষে ব্যবধান বাড়ান মেসি। দুরন্ত গোল করে দর্শকদের নজর টেনে নেন। বিরতির সময় দু’গোলেই এগিয়ে ছিল বার্সা।
বিরতির পরে গোল করার সুযোগ পেয়েছিল এস্প্যানিয়ল। কিন্তু জর্ডি আলভা গোল করার সহজ সুযোগ নষ্ট করেন।