পাকিস্তানি ক্রিকেটারদের মন ভার। কাল আবু নাসের স্টেডিয়ামে তারা অনুশীলন করল নির্বিকারভাবে। কেউ কারও সঙ্গে খুব দরকার না হলে কথা বলছে না। কাউকে এক মুহূর্তের জন্য হাসতেও দেখা যায়নি। অথচ টেস্ট শুরুর আগে ফুরফুরে মেজাজে থাকার কথা। কেননা একমাত্র মুলতান টেস্ট বাংলাদেশ তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আট টেস্টের মধ্যে চারটিতেই জয় ইনিংস ব্যবধানে। কিন্তু ওয়ানডে ও টি-২০ সিরিজ হারার পর তাদের অনেক সমালোচনা শুনতে হয়েছে। সে কারণে ক্রিকেটাররা অনেক বেশি চাপে।
খুলনায় অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তানি তরুণ ব্যাটসম্যান সামি আসলাম। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক। কাল টেস্টেও অভিষেক হতে যাচ্ছে। তরুণ এই তারকা ব্যাটসম্যান জানালেন চাপ থাকলেও টেস্টে দেখা যাবে ভিন্ন পাকিস্তানকে, 'আমরা কঠোর অনুশীলন করছি। দেখা যাক। তবে আমি ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।' মিসবাহ্-উল-হক ও ইউনুস খান যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। সামি বলেন, 'তারা দুজনই অভিজ্ঞ ক্রিকেটার। দলের সঙ্গে যোগ হওয়ায় আত্দবিশ্বাস বেড়েছে। তাদের কাছ থেকে উপদেশ নিচ্ছি।'