এএফসি অনুর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে হওয়ার কথা ছিলো গত শনিবার। ফাইনালের কয়েক ঘন্টা আগে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে কাঠমান্ডুর অদূরে। ভয়ানক এ আঘাতে হাজার হাজার মানুষ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় ফাইনাল। এ ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের মেয়েদের। ভয়াবহ ভূমিকম্প হলেও মেয়েরা ছিলো নিরাপদেই। ফাইনাল স্থগিত হওয়ায় মেয়েরা গতকাল রাত ৯টায় ফিরে এসেছে দেশে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিমান কাঠমান্ডুতে গিয়েছিলো ত্রাণ সহায়তা নিয়ে। ওই বিমানে করেই দেশে ফিরে আসে দলটি। গত শনিবার রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালের বিভিন্ন স্থানে। গতকালও রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। এই ভয়ঙ্কর পরিস্থিতে এএফসি অনুর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা জানায়নি কর্তৃপক্ষ।