ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র অষ্টম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে অনেকটা সহজেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে দলটি।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দিল্লি ডেয়ারডেভিলস ১৮.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করে। দিল্লির মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্গের রান পেয়েছেন। এর মধ্যে কেদার যাদব সর্বোচ্চ ৩৩ ও মায়ানক আগারওয়াল ২৭ রান করেন। বেঙ্গালুরুর হয়ে মিশেল স্টার্ক সর্বোচ্চ ৩টি এবং বরুণ অ্যারন ও ডেভিড ওয়েইজ ২টি করে উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি ১০.৩ ওভারেই ওই রান তুলে নেন। এর মধ্যে গেইল ৪০ বলে ৬টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে করেন ৬২ রান। আর কোহলি ২৩ বলে ৬টি চারের মাধ্যমে করেন ৩৫ রান। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ