বিগ ম্যাচে গোল মিস মানেই ম্যাচ মিস। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামালের কোচ মাঠে নামার আগে একথা বলেই শিষ্যদের সতর্ক করে দিয়েছিলেন। মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল মুখোমুখি হয় দেশের সেরা দুই দল। টানা ৫ ম্যাচ জিতে পুরো ১৫ পয়েন্ট সংগ্রহে রেখেছিল শেখ জামাল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের অ্যাকাউন্টে ছিল ৯ পয়েন্ট। ব্রাদার্স, মোহামেডান ও ঢাকা আবাহনীর বিপক্ষে জয় পেলেও অপেক্ষাকৃত দুর্বল দল মুক্তিযোদ্ধার কাছে হেরে মূল্যবান ৩ পয়েন্ট নষ্ট করে শিরোপা প্রত্যাশী দলটি। তাই শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হাই-ভোল্টেজ ম্যাচে জয়টা জরুরি ছিল শেখ রাসেলের। কিন্তু তা আর হয়নি। শেখ জামালের কাছে ০-১ গোলে হেরে এখনই ৫ ম্যাচে মূল্যবান ৬ পয়েন্ট নষ্ট করল দলটি। শেখ জামাল জয় পেলেও তাদের খেলার ভিতর ছন্দ ছিল না। বরং শুরু থেকে শেখ রাসেল চাপিয়ে খেলছিল। এমিলিদের আক্রমণ দেখে মনে হচ্ছিল যে কোনো সময় তারা গোল পেয়ে যাবে। ব্রাদার্স, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনীর বিপক্ষে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে শেখ রাসেল। কালও দেখা গেল একই দৃশ্য। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল। মিঠুনের বাড়িয়ে দেওয়া বলে দেশসেরা স্ট্রাইকার এমিলি প্রতিপক্ষের গোলরক্ষক হিমেলকে একা পেয়েও গোল করতে পারেননি। এরপর আবার ২৬ মিনিটে জাহিদের ক্রসে টোকা মারলেই যেখানে বল জালে যায় সেখানে কিনা এমিলি সুযোগটি হাতছাড়া করলেন সাইড বারে মেরে। একটু ধৈর্য্য নিয়ে শট নিলে এ সময় এগিয়ে গিয়ে শেখ জামালকে চাপে রাখতে পারত। আগের ম্যাচের মতো জাহিদ জ্বলে উঠলেও শেখ রাসেলের অন্য খেলোয়াড়দের বড্ড নিষ্ক্রিয় মনে হয়েছে। ২৮ মিনিটে অবশ্য শেখ জামালের ডালিংটনের শট দৃঢ়তার সঙ্গে রক্ষা করেন শেখ রাসেলের গোলরক্ষক লিটন।
শুধু অর্থ নয়। শেখ রাসেলের খেলোয়াড়রা এবার যে সুযোগ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিস্ময়ই বলা যায়। তারপরও দলের ভিতর কোনো সমন্বয় চোখে পড়ছে না মাঠে। গতকালকের ম্যাচে সমমানের দল শেখ জামালের বিপক্ষে জয়টা যেখানে জরুরি ছিল, এমিলিরা কি সে অনুযায়ী খেলতে পেরেছেন? এলোমেলো ফুটবল খেলে সমর্থকদের বিরক্ত করে ছেড়েছেন। লিগে এখনো অনেক খেলা বাকি। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নষ্ট করাতে শেখ রাসেল কি ঝুঁকিতে পড়ে গেল? বিদেশিরাও আশানুরূপ নৈপুণ্য প্রদর্শন করতে পারছেন না। গতকাল তাই সেরা একাদশে পল এমিলি ছাড়া অন্য কোনো বিদেশিকে দেখা যায়নি। গত মৌসুমে মুক্তিযোদ্ধার পক্ষে কিংসলে ভালো খেললেও শেখ রাসেলে তাকে সেই রূপে দেখা যাচ্ছে না। প্রথমার্ধে গোলশূন্যভাবে খেলা শেষ হয়। আগের ম্যাচগুলোতে শেষ মুহূর্তে জ্বলে উঠে শেখ রাসেল জয় নিয়ে মাঠ ছেড়েছিল। সমর্থকরা তাই আশায় ছিলেন দ্বিতীয়ার্ধে কাল এমিলি-জাহিদরা আসল রূপ ধারণ করে শেখ জামালকে কোণঠাসা করে রাখবে। অথচ ৫৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে। লিংকনের কর্নারে গাম্বিয়ান স্ট্রাইকার ল্যান্ডিংয়ের হেড জালে ঠাঁই নেয়। শেষের দিকে অবশ্য সমতা ফেরাতে শেখ রাসেল ঝাঁপিয়ে পড়ে শেখ জামালের ওপর। ৭৪ মিনিটে জাহিদের দুর্দান্ত ফ্রি কিক গোলরক্ষক হিমেল দৃঢ়তার সঙ্গে রুখে দেন। এর পরের মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া হয় শেখ রাসেলের। মিশুর ফ্রি কিকের বল এমিলির হেড জালে ঢোকার মুহূর্তে রক্ষা করেন শেখ জামালের ডিফেন্ডার লিংকন। আক্রমণ বাড়াতে হেমন্ত ভিনসেন্টকে উঠিয়ে জ্যামাইকান আকিমকে মাঠে নামান কোচ দুকানোভিচ। মাঠে নেমেই আকিম শেখ জামালের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে ফেলেন। ৮৯ মিনিটে আকিম ডি বক্সের একটু বাইরে থেকে আচমকা শট ক্রস বারে লেগে ফিরে আসলে শেখ রাসেলের ম্যাচ হাতছাড়া হয়ে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে ডেবর গ্যামিয়েনের গোলে আবাহনী হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
গোল মিসের মাশুল শেখ রাসেলের
শেখ জামাল ১ : শেখ রাসেল ০ আবাহনী ১ : ব্রাদার্স ০
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর