দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
সফরে এরই মধ্যে স্বাগতিক বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। হেরেছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও।
জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্ট ক্যাপ পাননি সৌম্য সরকার। অপেক্ষার পালা শেষ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে খুলনায় টেস্ট অভিষেক হয়েছে সৌম্যর। এ ছাড়া সাদাপোশাকে প্রথমবারের মতো বাংলাদেশ দলের হয়ে খেলছেন মোহাম্মদ শহীদ। টেস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।
পাকিস্তান দল : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও জুলফিকার বাবর।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ