কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা টেন্ডুলকার বলিউডে অভিনয় করতে যাচ্ছে এরকম খবর গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব দিয়েই চাপা হচ্ছিল। এসব খবরে বলা হচ্ছিল, অভিনেতা শহীদ কাপুরের বিপরীতে একটি মুভিতে অভিনয় করতে যাচ্ছেন সারা। মেয়েকে নিয়ে এমন খবরে শেষ পর্যন্ত মুখ খুলেছেন শচীন। এ ধরনের খবরে শচীন খুবই নাখোশ ও ক্ষুব্ধ বলে জানিয়েছেন। সেইসঙ্গে এসব খবরকে ভিত্তিহীন বলেছেন তিনি। এক টুইটার বার্তায় নিজের এই ক্ষোভের কথা তিনি।
টুইটার বার্তায় শচীন বলেন, 'আমার মেয়ে এই মুহুর্তে কেবল তার পড়াশোনায় নিয়েই ব্যস্ত৷ তাই বলিউডে অভিনয়ের কোনো প্রশ্নই উঠছে না৷ আর এ ধরনের গুজবে আমি খুবই বিরক্ত।'
উল্লেখ্য, শচীন ও তার স্ত্রী অঞ্জলির দুই সন্তানের মধ্যে সারাই বড়। তার বয়স ১৭।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/শরীফ