পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১৮০ রান। ব্যাট হতে ক্রিজে আছেন মুমিনুল হক (৫২) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)।
এদিন, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনাও করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দু'জনে মিলে দলীয় স্কোরবোর্ডে যোগ করেন এই দুই ওপেনার। দলীয় ৫২ রানে ব্যাক্তিগত ২৫ রানে তামিমকে ফিরিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাতটা হানেন স্পিনার ইয়াসির শাহ। এরপর ওয়ানডাউনে নামা মুমিনুলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ইমরুল। কিন্তু ৪১তম ওভার চলাকালে নিজের বলে নিজে ক্যাচ ধরে ব্যক্তিগত ৫১ রানে ইমরুলকে সাজঘরে ফেরান মোহাম্মদ হাফিজ। এরপর নতুন ব্যাটিংয়ে আসা রিয়াদকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।
পাকিস্তান দল : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও জুলফিকার বাবর।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৫/মাহবুব