ঢাকা ও চট্টগ্রামের মতো গতকাল খুলনাতেও ছিল চরম উত্তেজনা! রাজধানী ও বন্দরনগরী উত্তপ্ত ছিল সিটি করপোরেশনের নির্বাচনের জন্য। আর খুলনায় ক্রিকেট উত্তাপ। বিএনপি নির্বাচন বর্জন করায় ঢাকা-চট্টগ্রামে উত্তেজনার আগুন নিভে যায় দুপুরের আগেই। কিন্তু দিন শেষে খুলনার উত্তেজনা যেন আরও বেড়ে গেছে!
প্রথম দুই সেশন ভালো খেললেও গতকাল শেষ বলে মুমিনুলের ‘মহামূল্যবান’ উইকেট হারিয়ে দিনটা নিজের করে নিতে পারল না বাংলাদেশ। চার উইকেটে ২৩৬ রান। খুলনার ধীরগতির উইকেটে তারপরেও এগিয়ে মুশফিকরাই।
গতকাল খুলনায় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে শেখ আবু নাসের স্টেডিয়ামের দর্শকরা যেন হাঁসফাঁস করছিলেন। ঠিক চারটায় হঠাৎ ঝিরিঝিরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় গা জুড়িয়ে যায় ক্রিকেট ভক্তদের। খেলা চালিয়ে যাবেন কিনা সে ব্যাপারে দুই আম্পায়ার কথাও বলে নেন। কিন্তু মুহূর্তেই আবার আকাশ পরিষ্কার হয়ে যায়।
কিন্তু ক্ষণিকের এই ঝড় অস্বস্তি বাড়িয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। নষ্ট করে দিয়ে যায় তার মনোসংযোগ। ৪৯ রানে অপরাজিত থাকা রিয়াদ দমকা হাওয়ার পর আর হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেননি। ৪৯ রানেই সাজঘরে ফিরে যান। আর শেষ বিকালে বড় আফসোস বাড়িয়েছে মুমিনুলের আউট। দুর্দান্ত ব্যাটিং করা ‘কিংস অব কক্সবাজার’ কাল প্যাভিলিয়নে ফিরে গেছেন ৮০ রান করে।
মুমিনুল টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করেছেন বটে! কিন্তু কাল হাফ সেঞ্চুরি করেই তিনি ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, সাইমন ক্যাটিস, এভারটন উইকস, অ্যালেক স্টুয়ার্ট ও জ্যাক ক্যালিসকে। টানা ১০ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান করে মুমিনুল এখন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পাশে। মুমিনুলের ব্যাটিং গড় এখন ৬৪। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। কাল হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার ইমরুল কায়েসও। সবশেষ ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কালও শুরু করেছিলেন দারুণভাবে। মোহাম্মদ হাফিজকে ফাইন লেগে পাঠিয়ে দিয়ে পরের বলেই আউট হয়ে যান তিনি। তিনি ৫১ রান করতে খেলেছেন ১৩০ বল। ছক্কা তো ছিলই না, বাউন্ডারিও মাত্র চারটি।
খুলনার উইকেটে প্রথম দুই দিন বোলাররা ফায়দা লুটতে পারেন না তা জানাই ছিল। তাই কাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক মুশফিককে। কচ্ছপের গতিতে রান উঠলেও শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। বলে মুভমেন্ট না থাকলেও রান করতে পারছিলেন না ব্যাটসম্যানরা। টাইগাররা প্রথম অর্ধশত রান করতে খেলেছে ২৬.২ ওভার। বাংলাদেশের ছন্দপতন হয় ৫২ রানের মাথায়। ২৫ রান করে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ৯২ রানের মাথায় আউট ইমরুল কায়েস। তারপর মুমিনুলের সঙ্গে মাহমুদুল্লাহর ৯৫ রানের জুটি। সাকিব ও মুমিনুলের চতুর্থ উইকেটে এসেছিল ৪৯ রান।
দিন শেষে ১৯ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের স্বস্তি এখানেই যে, মুশফিক ও সৌম্যের মতো ব্যাটসম্যান রয়েছে হাতে। আছেন শুভাগতও। এবার ঘরোয়ার ধারাবাহিক রান পেয়েছেন তিনি। তবে দিন শেষে স্বস্তির কথা জানালেন মুমিনুল হক। তিনি বলেন, ‘এখনো আমরাই এগিয়ে। আমি আউট না হলে আমরা আরও টপে থাকতাম। তবে এই উইকেটে ৩০০ রানই যথেষ্ট। কারণ আমাদের বোলাররা অনেক ভালো।’
বাংলাদেশ কাল শুরু থেকেই রান তুলেছে ধীরগতিতে। মুমিনুল জানালেন, ‘স্লো খেলার কোনো পরিকল্পনা ছিল না। এই উইকেটে রান করা অনেক কঠিন। বল নিচু হয়। একটু দেরিতে আসে। উইকেটে টিকে থাকা যায়; তবে রান করাটা একটু কঠিন। সাকিব-তামিম ভাই ওয়ানডে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেছে ; তারাও পারছিলেন না। এই উইকেটে বেশি জোড়াজুড়ি করলে রানও হবে না। তখন উইকেটও হারাবো। তারচেয়ে ভালো টিকে থেকেই রান করার চেষ্টা করা। যা দলের জন্যও ভালো হবে এবং দেশের জন্যও ভালো হবে।’
দিনের শেষ বলে মুমিনুল আউট করায় মনে স্বস্তি থাকলেও কাল বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো ব্যাটিং করেছে। এই স্লো উইকেটে রান করা কঠিন ছিল। কালকের (আজ) প্রথম সেশনের ওপর অনেক কিছু নির্ভর করবে। আমার চেষ্টা থাকবে দ্রুত উইকেট নেওয়া।’
সংক্ষিপ্ত স্কোর কার্ড
প্রথম দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৩৬/৪ (তামিম ইকবাল ২৫, ইমরুল কায়েশ ৫১, মুমিনুল হক ৮০, মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯, সাকিব আল হাসান ১৯*, মোহাম্মদ হাফিজ ১/৩৮, ওয়াহাব রিয়াজ ১/৪০, জুলফিকার বাবর ১/৫৫, ইয়াসির শাহ ১/৫৮, জুনায়েদ খান ০/৪০)।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
খুলনা টেস্টের প্রথম দিন
টেস্টে সেই চেনা মুমিনুল
মেজবাহ্-উল-হক, খুলনা থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর