পাকিস্তানের বিপক্ষে চলমান খুলনা টেস্টে আজ দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ব্যক্তিগত রানের সঙ্গে আজ মাত্র ৬ রান যোগ করেই আউট হন। গতকাল দিনশেষে সাকিবের সংগ্রহ ছিল ১৯ রান। ফলে সাকিব খুলনা টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করেন। ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিক বাংলাদেশ।
খুলনা টেস্টের দ্বিতীয় দিনে ২৪৩ রানেই বাংলাদেশ তাদের পঞ্চম উইকেট হারায়। জুলফিকার বাবরের বলে ডাউন দ্য ট্রাকে এসে খেলতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন সাকিব। দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে সাকিবকে সাজঘরের পথ দেন আসাদ শফিক। সাকিব আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন অভিষিক্ত সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। মুশফিক ৮ ও সৌম্য সরকার ৯ রান নিয়ে ক্রিজে আছেন।
এর আগে গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনে মুমিনুল, ইমরুল ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় প্রথম দিনটি ভালোই কাটিয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ ওভারের পঞ্চম বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ্ ৮০ রান করেন মুমিনুল। এছাড়া ইমরুল ৫১ ও মাহমুদুল্লাহ করেন ৪৯ রান। তামিম করেন ২৫ রান।
উল্লেখ্য, খুলনা টেস্টে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ও পেসার মোহাম্মদ শহিদের অভিষেক হয়।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৫/শরীফ