ভারতে চলমান আইপিএলসহ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অফ স্পিন করতে পারবেন ওয়েস্ট ইন্ডিসের রহস্যময়ী স্পিনার সুনীল নারাইন। তবে কুইকার স্ট্রেইট বল ও নাকলবল করতে পারবেন বিভিন্ন দেশে টি-২০ লীগ খেলে বেড়ানো এই স্পিনার।
বুধবার বিসিসিআই-এর একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ দিয়েছে ভারতীয় মিডিয়াগুলো।
গত ২২ এপ্রিল বিশাখাপত্তমেরকলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ সানরাইজার্সের ম্যাচ চলকালীন সময়ে নারাইনের অ্যাকশন নিয়ে আপত্তি তুলেন আম্পায়ার। এরই রেশ ধরে চেন্নাইয়ে ফের পরীক্ষা দিতে হয়েছে তাকে। সেই পরীক্ষার ফল বিশ্লেষণ করেই নারিনের অফস্পিনকে নিষিদ্ধ করেছে বিসিসিআই।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৫/মাহবুব