ট্রেবল জয়ের স্বপ্ন ছিল পেপ গার্ডিওলার চোখে। বায়ার্ন মিউনিখ আরও একবার এই গৌরব অর্জনের জন্য বাজি ধরেছিল। তবে মৌসুম শেষ হওয়ার আগেই বায়ার্নের সে স্বপ্নে বাদ সাধল বুরুসিয়া ডর্টমুন্ড। জার্মান কাপের সেমিফাইনাল থেকেই পেপ গার্ডিওলার শিষ্যদের বিদায় করেছে তারা। মঙ্গলবার অ্যালাইঞ্জ অ্যারিনায় বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর পেনাল্টিতে ২-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ২৯ মিনিটে রবার্তো লিওয়ান্দোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখই। তবে ৭৫ মিনিটে অবামেয়াঙের গোলে সমতায় ফিরে বুরুসিয়া ডর্টমুন্ড। এরপর আর কোনো পক্ষই গোলের দেখা পায়নি অতিরিক্ত ৩০ মিনিট খেলেও। টাইব্রেকারে বায়ার্ন মিউনিখই শক্তিশালী ছিল। তাদের যেমন ছিল দারুণ সব পেনাল্টি শুটার তেমনি গোলবারের সামনে ছিলেন ম্যানুয়েল নিউয়ার। তবে মঙ্গলবার নিউয়ারের চেয়ে ভালো গোলরক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করলেন অস্ট্রেলিয়ান মিচেল ল্যাঙ্গারাক। তিনি একটা পেনাল্টি বাঁচিয়েছেন। আর তিনটা শট মিস করেছেন ফিলিপ লাম, নিউয়ার ও জাভি অ্যালোনসো। বুন্দেসলিগা এরই মধ্যে জয় করেছে বায়ার্ন মিউনিখ। টিকে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। তবে এবার আর ট্রেবল জয় করা হলো না পেপ গার্ডিওলার।