বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এর আঙুলে আঘাতের এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে ব্যথা অনুভব হওয়ায় আঘাতের স্থানে বরফ দেওয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ তিনি মাঠে খেলবেন এমনটি আশা করা হচ্ছে।
গতকাল টেস্টের দ্বিতীয় দিনের ৩৫তম ওভারে নিজ দলের পেসার মোহাম্মদ শহীদের বলে আজহার আলির ব্যাটের কাণায় লাগা বল মুশফিক গ্লাভসবন্দী করতে যান। এতে তিনি ডান হাতের আঙুলে (অনামিকা) আঘাত পান। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরবর্তী ১১টি বল মাঠে গড়ানোর পর বিকাল ৩টা ৫৫ মিনিটে ব্যথায় কাতর মুশফিককে মাঠ ছাড়তে হয়। বিকাল সোয়া ৪টার দিকে মুশফিককে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নিয়ে তার হাতের এক্স-রে করা হয়। কিন্তু এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। হাসপাতালের উপ-পরিচালক ডা. এম এ আলী জানান, মুশফিককের হাতের এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, চিকিৎসকরা জানিয়েছে মুশফিকের হাতে কোনো সমস্যা পাওয়া যায়নি। আজ তৃতীয় দিনে মুশফিক মাঠে নামতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।