খাদের কিনারায় দাঁড়িয়ে থেকে ২০৬ রানের অবিশ্বাস্য ম্যাচ বাঁচানো ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তামিম। এই এগিয়ে যাওয়া ব্যক্তিগত অর্জনে একটি মাইলফলক। কিন্তু তার ইনিংসটি বাংলাদেশ ক্রিকেট দলকে এতটাই উজ্জীবিত করেছে যে, আজ টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই টেস্ট আবার তামিমকে আরও একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে। সেটা কি? হাবিবুল বাশারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইল ফলক গড়ার হাতছানি। চলতি সিরিজেই এরই মধ্যে তামিম বেশকিছু রেকর্ডের মালিক হয়েছেন। ওয়ানডেতে এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী। টেস্ট ক্রিকেটেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তামিম। এখন ৫৩ রান করলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হবে। ৩৮ টেস্টে তামিমের রান ২৯৭৪। হাবিবুল বাশারের রান ৩০২৬।
হাবিবুল বাশারের আরেকটি পরিচয় মি. ফিফটি। ২৪টি হাফসেঞ্চুরি করে সবার উপরে রয়েছেন বাশার। সেই বাশার এখন জাতীয় দলের নির্বাচক। দুরন্ত ফর্মের তামিমকে দেখে সাবেক অধিনায়কের মনে হয় টেস্টে ১০ হাজার রান করবেন, 'আমি চাই তামিম আমার রেকর্ড নয়, টেস্টে ১০ হাজার রান করুন।' পাকিস্তান সিরিজে যেমন খেলছেন, যে ধারায় ব্যাটিং করছেন, এটা যদি ধরে রাখতে পারেন আগামী ৬-৭ বছর, তাহলে ১০ হাজার রানের মাইলফলক গড়া কোনো সমস্যা নয় তামিমের। ৫০ টেস্টে বাশারের রান ৩০.৮৭ গড়ে ৩০২৬। সেঞ্চুরি তিনটি এবং হাফসেঞ্চুরি ২৪টি। তার পরে থাকা তামিমের রান ৩৮ টেস্টে ৪০.১৮ গড়ে ২৯৭৪। সেঞ্চুরি ৭টি এবং হাফসেঞ্চুরি ১৭টি। তালিকার তৃতীয়জন মোহাম্মদ আশরাফুল। ৬১ টেস্টে আশরাফুলের রান ২৭৩৭ রান করেছেন। তালিকায় চতুর্থ সাকিব আল হাসানের রান ৩৮ টেস্টে ২৬৩০। পঞ্চম স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ৪৪ টেস্টে ২৫৪৩।