আবারও হারল ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চারবারের শিরোপা জেতা দলটি ০-১ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের কাছে হেরে যায়। প্রথমার্ধে ১২ মিনিটে কামারা বিজয়ী দলের পক্ষে গোলটি করেন। মুক্তিযোদ্ধা এবার চলতি মৌসুমে মাঝারিমানের দল গড়ে। তারকা ছাড়া দলটি ভালোই খেলছে। ফেডারেশন কাপে রানার্স আপ হয়েছে। লিগ বিগ বাজেটের দল শেখ রাসেলকে পরাজিত করে। কিন্তু ব্রাদার্স ও মোহামেডানের কাছে হেরে তারা থমকে গিয়েছিল। আবাহনীকে হারিয়ে আবার ছন্দে ফিরল।
শিরোপা রেসে নিজেদের অবস্থান মজবুত করতে আবাহনীর জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। সত্যি কথা বলতে কী ম্যাচের চেহারা দেখে মনে হচ্ছিল না আবাহনী পুরো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়বে। তুলনামূলকভাবে তারাই বেশি আক্রমণ চালিয়েছিল। কিন্তু পরিকল্পনার অভাবে গোলের দেখা পায়নি। কাউন্টার অ্যাটাক থেকে মুক্তিযোদ্ধা গোল পেয়ে যায়। সিরাজীর ক্রসে বল পেয়ে জালে বল পাঠান কামারা। অথচ আবাহনীর রক্ষণভাগ একটু সতর্ক থাকলেই কামারাকে রুখে দেওয়া যেত। সমতা ফেরানোর সুযোগ পেলেও প্রথমার্ধে আবাহনী পিছিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে শুরু থেকে কোটানের শিষ্যরা গোলের জন্য মরিয়া হয়ে উঠে। মুক্তিযোদ্ধা এ সময় রক্ষণভাগের শক্তি বাড়িয়ে দেয়। শেষের দিকে একের পর এক আক্রমণ। কিন্তু মুক্তিযোদ্ধা গোলরক্ষক টিটুর দৃঢ়তার কারণে আবাহনীকে হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে। এ জয়ে আট ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আবাহনী ১৩ পয়েন্ট অ্যাকাউন্টে জমা করেছে।