সামনে বাংলাদেশের ফুটবলারদের ব্যস্ততার মধ্যে সময় কাটবে। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব, মালদ্বীপে টুর্নামেন্ট ও সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতিম্যাচে অংশ নেওয়ার কথা। কোচ লোডডিক ক্রুইফ জাতীয় দল গঠনের লক্ষ্যে পেশাদার লিগের খেলা দেখছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করে সামনে ক্যাম্প শুরু করতে চান তিনি। বুধবার ঢাকা আসার পর ক্রুইফ লিগের সব ম্যাচই দেখছেন। যখন ছিলেন না খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন সহকারী কোচ সাইফুল বারী টিটু। কারা কারা ভালো খেলেছেন সেই তালিকাও নাকি ক্রুইফের হাতে তুলে দেওয়া হয়েছে। শেখ রাসেল, শেখ জামাল ও ঢাকা আবাহনীতেই মূলত জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। বিশেষ করে প্রথম দুই দলেতো তারকা ভরপুর। তাই ফুটবলপ্রেমীদের ধারণা জাতীয় দল গঠনে শেখ রাসেল ও শেখ জামালের খেলোয়াড়রাই প্রাধান্য পাবে।
সত্যি বলতে কি, এছাড়া উপায়ও নেই। কারণ অন্যান্য দলে রয়েছে অচেনা-অজানা তরুণ খেলোয়াড়রা। প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে ক্রুইফ অবশ্যই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলবেন। টুর্নামেন্টে যখন অংশ নিতে হবে তখন জাতীয় দল গঠন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ক্রুইফ নাকি লিগে খেলোয়াড়দের মান দেখে সন্তুষ্ট হতে পারছেন না। কোনো দলই গতিময় খেলা খেলতে পারছে না। এমনকি তারকাভরা শেখ রাসেল ও শেখ জামালেরও। বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। খেলোয়াড়দের বেশকিছু কৌশলও শিখিয়েছেন। কিন্তু পেশাদার লিগে তাদের মান দেখে হতাশ তিনি। মাঠে যাদের ওপর ভরসা বা আস্থা রাখা যায় লিগে তারাও ক্রুইফের মন ভরাতে পারছেন না।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশকে শক্তিশালী গ্রুপে খেলতে হবে। ক্রুইফ ভালোমতো জানেন যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব নয়। কিরখিস্তান, তাজিকিস্তান, জর্ডান ও এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে। তারপরও ক্রুইফের টার্গেট গ্রুপে তৃতীয় স্থানে থাকা। কিন্তু খেলোয়াড়দের মানের যে অবস্থা দেখছেন তাতে করে কি করবেন এনিয়ে নাকি ক্রুইফ এখনই চিন্তায় পড়ে গেছেন। অধিকাংশ খেলোয়াড়ের শরীর এতটা ভারী হয়ে গেছে যে বল নিয়ে দৌড়াতেই পারছে না। যে জামাল ভূইয়াকে নিয়ে কোচ আলাদাভাবে আশাবাদী ছিলেন তারও একই দশা। তবে উপায় নেই, এদেরকে নিয়েই জাতীয় দল গঠন করতে হবে। জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বললেন, সামনে দল গঠনে চমকও থাকতে পারে। এটা কেমন- এ ব্যাপারে তিনি বলেন, লিগে কিছু তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্স ক্রুইফকে মুগ্ধ করেছে। তাদের দল পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে নয়। এরপরও এসব তরুণরা শুধু প্রাথমিক নয় চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি বলেন, কোচ লিগে লক্ষ্য করছেন অনেক খেলোয়াড়ই ইনজুরি নিয়ে খেলছেন। যা জাতীয় দল গঠনে হুমকি হয়ে দাঁড়াতে পারে।