বিশ্বকাপ ক্রিকেট খেলার সময়ই জানতেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশ সফর সহজ হবে না। প্রতিটি ফরম্যাটেই কঠিন পরীক্ষায় পড়তে হবে পাকিস্তানকে। লড়াই হবে সেটা বুঝলেও জানতেন না হারের স্বাদ নিতে হবে প্রতিটি ম্যাচেই। অবস্থা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, শূন্য হাতে দেশে ফিরলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু পাকিস্তানি অধিনায়ক শূন্য হাতে দেশে ফিরতে নারাজ। তাই আজ শেষ টেস্টে মরণকামড় দিতে প্রস্তুত। এজন্য চেষ্টার সর্বোচ্চটাই ঢেলে দিতে চাইছেন।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এরপর টি-২০ ম্যাচেও হার। তারপরও টেস্ট সিরিজ নিয়ে ভালো কিছুর স্বপ্ন ছিল তাদের। খুলনায় প্রথম তিনদিন তেমন পরিস্থিতিই ছিল। জয়ের স্বপ্নও দেখছিলেন পাকিস্তানি অধিনায়ক। কিন্তু তামিম ও ইমরুল বিশ্বরেকর্ড গড়া জুটি ভেঙে দেয় সব স্বপ্ন। তারপরও পাকিস্তানি অধিনায়ক স্বপ্ন দেখেন আজ মিরপুর টেস্ট জয়ের, 'খুলনায় কিন্তু আমরা খারাপ অবস্থায় ছিলাম না। টেস্টের অধিকাংশ সময়ই আমরা চালকের আসনে ছিলাম। কিন্তু শেষ দুদিন সেটা নষ্ট করে দেয় বাংলাদেশ অবিশ্বাস্য ব্যাটিং করে। বিশেষ করে তামিমের অসাধারণ ব্যাটিং আমাদের জয়ের পথকে রুদ্ধ করে দেয়। তাই বলে আমরা হতাশ নই। কাল (আজ) টেস্টে আমরা জয়ের সর্বাত্দক চেষ্টা করব। আমরা খালি হাতে দেশে ফিরতে চাই না।'
বিশ্বকাপে বাংলাদেশের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছে পাকিস্তানও। কিন্তু টাইগারদের পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছে গোটা বিশ্বে। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে তখনই টনক নড়েছে পাকিস্তানি অধিনায়কের। বিশ্বকাপ চলাকালীনই পাকিস্তানি অধিনায়কের মনে হয়েছে, বাংলাদেশ সফরে কঠিন লড়াইয়ে পড়তে হবে দলকে, 'অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলাকালীনই মনে হয়েছিল বাংলাদেশ সফর অনেক কঠিন হবে। কারণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। তাই সফরের কথা ভেবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু সফরে পাকিস্তান এতটা খারাপ খেলবে, ভাবতেই পারিনি।'
বাংলাদেশ সফরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান। প্রস্তুতি ওয়ানডেসহ হার পাঁচটিতে। শুধু ড্র খুলনার টেস্টে। এমন পারফরম্যান্সে আত্দবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চান পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। তাই বেছে নিয়েছেন আজকের মিরপুর টেস্টকে।