লিওনেল মেসিই হতে পারেন বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচের নিয়ন্তা। এ তথ্য পুরো দুনিয়া জানে। তবে বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মেসিকে। ঠিক যেমনটি তিনি করেছিলেন গত বছরের বিশ্বকাপ ফাইনালে। জার্মান গোলবারের সামনে দুর্লঙ্ঘ বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন নিউয়ার। মেসির মতো জাদুকরও সেই প্রাচীর ভাঙতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেও নিউয়ার মেসির সামনে দুর্লঙ্ঘ বাঁধার প্রাচীর দাঁড় করাতে চান। নিউয়ার বলেন, 'মেসিকে আমি সম্মান করি। তার অর্জনের জন্য তাকে ভিন্ন দৃষ্টিতে দেখতেই হয়। সে সত্যিই একজন অসাধারণ ফুটবলার। তবে আমাদের যখন মাঠে দেখা হবে আমি তাকে দেখিয়ে দিব কে সেরা। বিশ্বকাপ ফাইনালেও আমি তা প্রমাণ করেছি।' নিউয়ার আশা করেন, আজও বিশ্বকাপ ফাইনালের মতোই দারুণ কিছু করে মেসিকে রুখে দিবেন। সেই সঙ্গে বার্সেলোনাকে হারিয়ে বায়ার্ন মিউনিখ পৌঁছে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। তবে মেসিকে রুখে দেওয়ার এতটা সহজ হবে না। চলতি মৌসুমে এরই মধ্যে ৫১টা গোল করেছেন তিনি। প্রতি ম্যাচেই বার্সেলোনার জয়ে প্রধান ভূমিকা পালন করে চলেছেন। এই মেসিকে রুখে দেওয়াটা বেশ কঠিনই হবে নিউয়ারের জন্য। এ কারণেই জার্মান এ গোলরক্ষক মনে করেন, বায়ার্ন মিউনিখের জন্য বার্সেলোনার সঙ্গে সেমিফাইনাল হচ্ছে ফাইনালের পূর্বে ফাইনাল। ম্যাচটাকে ফাইনাল মনে করছেন লিওনেল মেসিও। তবে আর্জেন্টাইন এ জাদুকর কোনো চ্যালেঞ্জ দেননি প্রতিপক্ষকে। তার মতে, বার্সা-বায়ার্ন ম্যাচে কোনো ফেবারিট নেই। দুই দলই এখানে সমান যোগ্যতা নিয়ে মাঠে নামবে। দুই মৌসুম আগে এই বার্সেলোনাকে হারিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল বায়ার্ন মিউনিখ। সেবার তারা জিতেছিল ট্রেবলও। দেখা যাক, এবারে জিতে কে। মেসি নাকি নিউয়ার?