মুতুয়া মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। গতকাল তিনি দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার মারিয়ানা ডাককে ৬-১, ৬-২ গেমে পরাজিত করেন। একইদিনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ও বারবারা। পেত্রা দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের কোকোকে ৬-৪, ২-৬, ৬-৩ গেমে পরাজিত করেছেন। ভিক্টোরিয়া আজারেঙ্কা দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার আজলাকে। এদিকে পুরুষ এককে গতকাল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ ও ফ্রান্সের গায়েল মনফিলস।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে মারিয়া শারাপোভা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের প্লিসকোভা অথবা ফ্রান্সের গার্সিয়ার। তৃতীয় রাউন্ডে কঠিন বাঁধার মুখে পড়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তাকে খেলতে হবে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের। আর দিন কয়েক পরই ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টের এ টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বসেরা তারকারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন নতুন করে। রজার ফেদেরার ইস্তাম্বুলে ক্লে কোর্ট টুর্নামেন্ট জিতে অংশ নিচ্ছেন মাদ্রিদের। তিনি সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে অংশ নিবেন মাদ্রিদ ওপেনে।