আসছে না উ.কোরিয়া
এশিয়ান ফুটবলে অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া ঢাকা আসছে না। বাফুফে থেকে জানান হয়েছিল ১৪ জুন একটি প্রীতিম্যাচে অংশ নেবে দলটি। কিন্তু সময় স্বল্পতার কারণে কোরিয়া তাদের সফর বাতিল করেছে। তবে সময় সুযোগ পেলে সামনে তারা ঢাকায় আসবে বলে উত্তর কোরিয়া ফুটবল ফেডারেশন থেকে জানান হয়েছে। বাফুফে এখন সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে যোগাযোগ করছে প্রীতিম্যাচের জন্য।
বালুর বস্তা
পেশাদার ফুটবল লিগের খেলা চলছে। বড় দলগুলো যেভাবে গোলের সুযোগ নষ্ট করছে তাতে দর্শকরা হতাশ। বল নিয়ে দৌড়াবে এমন দমও দেখা যাচ্ছে না। ফুটবলারদের শরীর ভারি দেখে কেউ কেউ আবার বলছেন মাঠে যেন বালুর বস্তা দৌড়াচ্ছে।