মিরপুর টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বালংলাদেশ এবং পাকিস্তান- দু দলেই আজ এসেছে একটি করে পরিবর্তণ। ইনজুরিতে ছিটকে যাওয়ার কারণে রুবেলের পরিবর্তে আনা হয়েছে শাহাদাত হোসেন রাজিবকে। আর পাকিস্তান দলে জুলফিকার বাবরের পরিবর্তে এসেছেন পেসার ইমরান খান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন রাজিব, মোহাম্মদ শহিদ।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ-উল হক, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান, ইমরান খান।