খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি করা মোহাম্মদ হাফিজকে ব্যাক্তিগত ৮ রানে সাজঘরে পাঠিয়ে প্রথম আঘাত হানের মোহাম্মদ শহীদ। এরপর মধ্যাহ্ন বিরতির আগে ব্যক্তিগত ১৯ রানে সামি আসলামকে প্যাভিলনে পাঠিয়েছেন খুলনা টেস্টের এক ইনিংসে ৬ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়া পাকিস্তানের সংগ্রহ ওই দু'টি উইকেট হারিয়ে ৭০ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন ইউনুস খান ০৯ ও আজহার আলী ১৮।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের এই সিদ্ধান্তকে সঠিক করতে শুরুতেই হাফিজকে সাজঘরে পাঠান শহীদ। সেখান থেকে সামি আসলামকে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন আজহার আলী। কিন্তু লাঞ্চ বিরতির কিছু আগে সামি ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন তাইজুল ইসলাম।
এদিকে, চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া পেসার শাহাদাত হোসেনকে পুনরায় মাঠে দেখা গেছে। যা বাংলাদেশ শিবিরে আরও একটি স্বস্তি এনেছে। এর আগে, মাত্র দুইটি বল করতে সক্ষম হন এই পেসার। তার ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে সিরিজ শেষ হয়ে যাওয়া রুবেল হোসেনের বদলে দলে এসেছেন আরেক পেসার শাহাদাত হোসেন। যদিও চোট নিয়ে ইতিমধ্যে মাঠ ছেড়েছেন শাহাদাত হোসেন।
একটি পরিবর্তন হয়েছে পাকিস্তান দলেও। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরের জায়গায় দলে ফিরেছেন পেসার ইমরান খান।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৫/মাহবুব