ঢাকা টেস্টের শুরুতেই অধিনায়ক মুশফিকুর রহীম বল তুলে দেন পেসার শাহাদাত হোসেনের হাতে। কিন্তু মাত্র দু'টি বল করেই মাঠ ছাড়েন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এ পেসার। এ সময় তার ওভারটি শেষ করেন সৌম্য সরকার। বিরতির আগে তিনি আবার মাঠে ফেরেন তবে বল করেননি।
মধ্যাহ্ন বিরতিতে যখন সব খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে, বল হাতে তখন অনুশীলনে নামেন শাহাদাত। এ সময় বল করতে গিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার চিকিৎসা চলছে।
বর্তমানে পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১২৫ রান নিয়ে ব্যাট করছেন। ব্যাট হাতে ক্রিজে আছেন আজাহার আলী ৪৮ ও ইউনুস খান ৪৪। এরআগে, মোহাম্মদ হাফিজকে ৮ রানে ফেরান শহীদ ও সামি আসলামকে ১৯ রানে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম।
এদিকে, শাহাদাতের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে টাইগার শিবিরে। কারণ এই ম্যাচে দুইজন মাত্র পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। যদিও শাহাদাত আর বল করতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি। তবে তিনি যত তাড়াতাড়ি ফিরে আসবেন ততই মঙ্গল বাংলাদেশের।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৫/মাহবুব