প্রীতি হ্যান্ডবল ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ দল। গতকাল শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩৬-২৮ গোলে পশ্চিমবঙ্গ পুলিশ দলকে হারিয়ে দেয়। বিজয়ী দল প্রথমার্ধে ২২-১৪ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে মাহবুব, আরিফ ৮ ও মোহন ও হেলাল ৫টি করে গোল করেন। পশ্চিবঙ্গের দর্শনবুড়া ১০ ও জামান্দীপ ৯টি গোল করেন।
এদিকে মহিলাদের প্রীতি ম্যাচে বিজেএমসি ২৪-২০ গোলে পশ্চিমবঙ্গ দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৯ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির পক্ষে সাহিদা ৮ শিরিন ৫, পশ্চিমবঙ্গের শিলা কুমারী ৫, শাহনাজ বাবু, খুশবু কুমারী ৪টি করে গোল করেন।