প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশ' উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড স্থাপন করলেন পেসার জেমস অ্যান্ডারসন। আজ হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মার্টিন গাপটিলের উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে চারশ' উইকেট লাভকারী ১২তম খেলোয়াড় হচ্ছেন তিনি। খবর বিবিসির
টেস্ট ক্যারিয়ারের ১০৪তম টেস্ট ম্যাচ খেলছেন অ্যান্ডারসন। ১২ বছর আগে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ইংলিশ এই পেসারের।
চলতি বছরের এপ্রিলেই সর্বকালের সর্বোচ্চ উইকেট লাভকারী ইংলিশ বোলার হিসেবে স্যার ইয়ান বোথামকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেট খেলছেন এমন বোলার হিসেবে ভারতীয় অফ-স্পিনার হরভাজন সিংই এখন কেবল অ্যান্ডারসনের উপরে আছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ৪১৩টি।
ইংল্যান্ডের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৯টি এবং টি-২০ ক্রিকেটে ১৮টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
টেস্টে সর্বোচ্চ উইকেট লাভকারী পাঁচ ইংলিশ বোলার হচ্ছেন অ্যান্ডারসন ৪০০ উইকেট, ইয়ান বোথাম ৩৮৩, বব উয়িলিস ৩২৫, ফ্রেড ট্রুম্যান ৩০৭টি এবং দেরেক আন্ডারউড ২৯৭টি উইকেট।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ