যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাস্কেটবল মাঠে শনিবার একটি পার্টি চলা অবস্থায় গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।
কে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ রবিবার পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ডেট্রয়েটের সহকারী পুলিশ প্রধান স্টিভ ডোলিউন্ট এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানান, একজনকে উদ্দেশ্য করে এ গুলির ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।
আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আহতরা এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/শরীফ