তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচ শেষ করতে সমস্যা হয়নি আম্পায়ারদের। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ভারতকে ৭৯ রানে পরাজিত করে বাংলাদেশ। আজ রবিবার বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলছে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে এক ঝলক বৃষ্টি হয়েও গেছে। কিন্তু খেলার সময়ও যদি বৃষ্টি হয়, তাহলে কি আছে আজকের ম্যাচের ভাগ্যে। বিসিবি সূত্র বলছে, প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও ৩টি উপায়ে ম্যাচটি একদিনেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অতিরিক্ত এক ঘণ্টা ব্যবহার: প্রতিটি ম্যাচে অতিরিক্ত ১ ঘণ্টা হাতে রাখা হয়। যদি বৃষ্টির কারণে খেলা শুরু হতে বা শেষ হতে বিঘ্ন ঘটে। সেক্ষেত্রে হাতে থাকা ওই সময়টা ব্যবহার করা হবে এখানে।
কার্টেল ওভার: হাতে রেখে দেওয়া অতিরিক্ত ১ ঘণ্টাও যদি শেষ হয়ে যায় এবং এ সময়ের বেশ পরে খেলা শুরু হয়, এক্ষেত্রে কার্টেল ওভারে খেলা গড়াবে। বৃষ্টির কারণে কত সময় নষ্ট হল, তার ওপর নির্ভর করবে কত ওভার কমানো হবে।
ডি-এল পদ্ধতি: ডি-এল পদ্ধতি সাধারণত ব্যবহার হয় দ্বিতীয় ইনিংসে। যেমন-গত জুনে বাংলাদেশ-ভারতের একটি ম্যাচে ডি-এল ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশ করেছিল ২৭২ রান। ডি-এল পদ্ধতিতে ভারতের নতুন লক্ষ্য ঠিক করা হয় ২৬ ওভারে ১৫০।
রিজার্ভ ডে: উপরিউত্ত তিনটি পদ্ধতি ব্যবহারের পরও যদি নির্দিষ্ট দিনে খেলা শেষ না করা যায়। সেক্ষেত্রে ম্যাচটি চলে যাবে রিজার্ভ ডে-তে। তবে বিসিবি জানিয়েছে, নতুন করে আবার ম্যাচ শুরুর সুযোগ নেই। আগের দিন যেখানে শেষ হয়েছিল, সেখানে থেকেই শুরু হবে দ্বিতীয় দিন। রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ করা না যায়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব