গ্যারি ওয়েবার টেনিস ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের দুই নম্বর তারকা সুইস লেজেন্ড রজার ফেদেরার। সেমিফাইনালে ফেদেরার সরাসরি সেটে ইভো কার্লোভিচকে ৭-৬ [৭-৩], ৭-৬ [৭-৪] গেমে হারান।
প্রতিযেগিতার শীর্ষ বাছাই ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেছেন কার্লোভিচকে।
প্রতিযোগিতার এবারের আসরের শীর্ষ বাছাই এখন পর্যন্ত টুর্নামেন্টের ৭টি শিরোপা জিতেছেন ফেদেরার। তাই এবার ট্রফি জিততে পারলে প্রতিযোগিতার ৮টি শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি। শিরোপার লড়াইয়ে ফেদেরার ফাইনালে মুখোমুখি হবেন ইতালির আন্দ্রেস সেপ্পির বিপক্ষে।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/শরীফ