২৫ ওভারের আগে ভারতের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকা টিম ইন্ডিয়ার লাগাম টেনে ধরেছেন টাইগার বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১১৪ রান।
এরআগে, রবিবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি। তবে অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি ওয়ানডে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। প্রথম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে ড্রাইভ করতে গিয়ে সাব্বির রহমানের তালুবন্দি হন তিনি। সেখান থেকে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলকে সামনে নিতে থাকেন শিখর ধাওয়ান। কিন্তু দলীয় ৭৪ রানে এবং ব্যক্তিগত ২৩ রানে কোহলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দলের আরও একটি সাফল্য এনে দেন নাসির হোসেন। এরপর দলীয় ১০৯ রানে শিখর ধাওয়ানে (৫৩) সাজঘরে পাঠিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন নাসির।
এখানেই শেষ নয়, সিরিজে ফিরতে আজিঙ্কা রাহানের বদলে দলে সুযোগ দেওয়া অম্বতি রায়ডুকে শূন্য রানে নিজের প্রথম শিকারে পরিণত করেন রুবেল হোসেন। বর্তমানে ব্যাট হাতে ক্রিজে আছেন মাহেন্দ্র সিং ধোনি (০৪) ও শিখর ধাওয়ান (৪৫)।