টিম ইন্ডিয়াকে প্রথম ম্যাচে ৭৯ রানে পরাজিত করায় আজ টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এ জন্য টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের শুরুতেই ১/২টা উইকেটের প্রয়োজন ছিল। প্রথম ওভারেই ভারতীয় ওপেনার রোহিত শর্মা আউট করে সেই কাজটি সহজ করে দেন গত ম্যাচে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান।
ওই উইকেটটি পাওয়ার টাইগারদের পাশাপাশি উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। এ সময় হাততালি, চিৎকার কিছু করতে বাদ দেয়নি স্টেডিয়ামের প্রেসবক্সে বসে খেলা দেখা বাংলাদেশি সাংবাদিকরা। তখনই বাংলাদেশের এক সিনিয়র সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে অভিনব ঘোষণাটা করলেন যে, এটা প্রেসবক্স। এখানে অন্যান্য দেশের সাংবাদিকরাও আসেন। আনন্দ অবশ্যই চলতে পারে। কিন্তু সেটা নিজেদের মধ্যে। প্রেসবক্সকে মাঠ বানিয়ে নয়।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব