অভিষেকে ৫ উইকেট নিয়ে ভারতকে একাই কাঁপিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ রহমান। দ্বিতীয় ম্যাচেও সেই পুরানো মুস্তাফিজ। আবারও পাঁচ উইকেট। আর এতেই বিশ্ব ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে ঢুকে গেলেন মুস্তাফিজ। ব্রায়ান ভিটোরির পর টানা ৫ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার এখন এই তরুণ টাইগার পেসার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। তবে এরআগে মুস্তাফিজ তোপে ৪৩.৫ ওভারে ভারতের সংগ্রহ আট উইকেট হারিয়ে ১৯৬ রান।
রবিবার মিরপুর স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু গত ম্যাচের মতোর এই ম্যাচেও সেই মুস্তাফিজ ঝড়। ইনিংসের প্রথম ওভারেই রোহিত শর্মাকে দিয়ে শুরুটা করেছিলেন সাতক্ষীরার এই তরুণ। প্রথম স্পেলে আর কোনো উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় স্পেলে আরও বিধ্বংসী মুস্তাফিজ। একে একে সাজঘরে পাঠান সুরেশ রায়না, মাহেন্দ্র সিং ধোনি, অক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনকে।
বাকি তিনটি উইকেটের মধ্যে দুই উইকেট পেয়েছেন নাসির হোসেন। এছাড়া রুবেল হোসেন পেয়েছেন একটি উইকেট।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শিখর ধাওয়ান। এছাড়া ধোনি ৪৭ ও সুরেশ রায়না করেন ৩৪ রান।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব