১৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ৩৩ রানে ধাওয়াল কুলকারনির বলে স্লিপে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল (১২)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। ব্যাট করছেন লিটন দাস ও সৌম্য সরকার (১৭)।
ম্যাচের আগে রোহিত শর্মা বলেছিলেন দ্বিতীয় ওয়ানডেতে অন্যরকম ভারতকে দেখা যাবে। টস জিতে ব্যাট করতে নেমে ভারতের যে অবস্থা তাতে তার কথার মিল পাওয়া যাচ্ছে! রোহিত কি এমন ভারতের কথাই বলেছিলেন! বাংলাদেশের বোলারদের রহস্য উন্মোচনে নির্ঘুম রাত কাটিয়েছে ভারত। কিন্তু রহস্যভেদ করতে ব্যর্থ হয়েছে। আজও তাণ্ডব চালান মুস্তাফিজ। বলতে গেলে লণ্ডভণ্ড ভারত শিবির! ভারতের ১০টি উইকেটের ৬টিই নিয়েছেন মুস্তাফিজ।
৪৫ ওভারে সবকটি উইকটে হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে ভারত। কিন্তু বৃষ্টির কারণে ২ রান কমেছে। সেক্ষেত্রে জয়ের জন্য ৪৭ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৯৯ রান।
বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর প্রথম বলেই উইকেট পান মুস্তাফিজ। তিনি সরাসরি বোল্ড করেন জাদেজাকে (১৯)। পরের ওভারের শেষ বলেই ভুবনেশ্বর কুমারকে আউট করে ২০০ রানেই ভারতকে গুড়িয়ে দেন রুবেল হোসেন।
৪৩.৫ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি এসে বাগড়া দেয়। বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ৮ টা ১৮ মিনিটে আবার খেলা শুরু হয়।
প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে উড়িয়ে দেয় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/ এস আহমেদ