দুর্দান্ত দাপটে ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে টাইগাররা। এ জয়ের আনন্দ আছড়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। তারুণ্যের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাইগারদের ঐতিহাসিক জয় প্রাণের উচ্ছ্বাসে উদযাপন করল সমর্থকরা।
রবিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই হৈ হুল্লোড়ে মেতে ওঠে তারুণ্য। 'বাংলাদেশ'', বাংলাদেশ' চিৎকারে পুরো টিএসসি এলাকা হয়ে ওঠে মুখরিত। কারো হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, কারো গায়ে টাইগারদের লাল-সবুজ জার্সি। যেভাবে পারছেন প্রিয় দলের নামে জয়ধ্বনি করেন।
সমর্থকদের উচ্ছ্বাসের কেন্দ্রে ছিলেন অভিষেকই ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেওয়া রিয়েল টাইগার মুস্তাফিজুর রহমান। সমর্থকদের আশা নবাগত এই টাইগার বোলিং জাদু দিয়ে শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটেরই মহাতারকা হয়ে উঠবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সুর্যসেন হলের শিক্ষার্থী লিটু খান বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন আজ। আজ আমরা ক্রিকেট বিশ্বের মোড়ল ভারতকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।
পাকিস্তানের মত ভারতকেও বাংলাওয়াশ করবে টাইগাররা এমন আশা ব্যক্ত করে জগন্নাথ হলের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্ক বলেন, 'সমীকরণটা খুবই সরল। পাকিস্তানের সঙ্গে যেভাবে খেলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে সেই একই দাপটে খেলছে। দুটি ম্যাচ যেভাবে হেসেখেলে জিতল শেষ ম্যাচটিও এভাবেই জিতবে এবং ভারতকে বাংলাওয়াশ করবে।
এই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এই দলে এখন বহু ম্যাচ উইনার এবং সবাই একসঙ্গে ফর্মে আছেন। তাই হোয়াইটওয়াশটাই স্বাভাবিক। প্রত্যাশার পেছনে এমন যুক্তি দাঁড় করান অর্ক।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ