অধিনায়ক নেইমারকে ছাড়াই কোপা আমেরিকা কাপের শেষ আটে উঠে গেছে ব্রাজিল। গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
চিলির রাজধানী সান্তিয়াগোয় বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে 'সি' গ্রুপে ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে হারলে অধিনায়ক নেইমারের মতো ব্রাজিলেরও কোপা আমেরিকা শেষ হয়ে যেত। তবে শেষ পর্যন্ত সব সন্দেহ-শঙ্কা উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলাকে দুই গোল দিয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলা এক গোল পরিশোধ করতে পেরেছে। এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেছেন সিলভা ও ফিরমিনো। খেলার নয় মিনিটের মাথায় ব্রাজিলের পক্ষে প্রথম গোলটি করেন সিলভা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন ফিরমিনো। খেলা শেষ হওয়ার মিনিট কয়েক আগে একটি গোল পরিশোধ করে ভেনেজুয়েলা। এরপর তারা আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু তা কাজে আসেনি। এই হারের মধ্য দিয়ে কোপা থেকে বিদায় ভেনেজুয়েলার।
আগের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। ওই ম্যাচের মধ্য দিয়েই ব্রাজিল অধিনায়ক নেইমারের কোপা আমেরিকা শেষ হয়ে যায়। মাঠে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। ফলে টুর্নামেন্টে আর খেলার সুযোগ নেই নেইমারের। ব্রাজিল ফাইনালে গেলেও নেইমারকে আর পাবে না দল। এমন প্রেক্ষাপটে এবারের কোপায় ব্রাজিলের ভাগ্য নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে এক ধরনের দোলাচল সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ