ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা অ্যান্ডি মারে চতুর্থ কুইন্স কাপ শিরোপা জিতেছেন। দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে গতকাল এ শিরোপা জিতেন। লন্ডনের কু্ইন্স ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৬৪ মিনিটেই জয় তুলে নেন বিশ্বের তিন নম্বর তারকা মারে। খবর বিবিসির
এ বছর শিরোপা জয়ের মধ্য দিয়ে চারবার করে কু্ইন্স ক্লাবে শিরোপাজয়ীদের বিশেষ ক্লাবে ঢুকে গেলেন মারে। জন ম্যাকেনরো, বরিস বেকার, লিটন হেউয়িট ও এন্ডি রডিকের প্রত্যেকে চারবার করে শিরোপা জিতেছেন।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ