কানাডায় চলমান সপ্তম ফিফা নারী বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় ঘটেছে ব্রাজিলের। প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ২০০৭ সালের রানার্সআপরা।
কানাডার মঙ্কটন স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধে উভয় পক্ষই গোল করতে ব্যর্থ হয়। তবে খেলার ৮০ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়েছেন অস্ট্রেলিয়ার সিমন। খেলার শেষ সময় পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় ৫ বার ফিফার বর্ষসেরার পুরস্কার জেতা মাতার দল ব্রাজিল। আর কোয়ার্টার ফাইনালে উঠার আনন্দে মজেছে অস্ট্রেলিয়া।
এদিকে, প্রি-কোয়ার্টারের অপর দুটি ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক কানাডা ও ফ্রান্স। কানাডা ১-০ গোলে সুইজারল্যান্ডকে এবং ফ্রান্সকে ৩-০ গোলে হারিয়েছে কোরিয়াকে। এ জয়ের মাধ্যমে প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে কানাডা ও ফ্রান্স।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ