ক্লাব ফুটবলের মতো ক্লাব ক্রিকেট ততটা জনপ্রিয় না হলে ক্রিকেট বিনোদনের অন্য নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। সারা বিশ্বের নামিদামি ক্রিকেটারদের পদচারণায় মুখরিত এই লিগেই সামনের বার দেখা যাবে রহস্যময়ী তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই নাকি বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজাকে সে রকম আশ্বাস দিয়েছেন। খবর: আজকাল।
রবিবার মিরপুর স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর মাশরাফি একাই চলে গিয়েছিলেন ভারতের ড্রেসিংরুমে৷ এ সময় তিনি হাত মেলান ধোনির সঙ্গে৷ আবদার করেন, ভারত অধিনায়কের একটি ব্যাট তার চাই৷ ধোনি বলেন, নিশ্চয়ই পাঠিয়ে দেবেন৷ আর হ্যাঁ, বড় ভাইয়ের মতোই অনুরোধ করেন ধোনির কাছে৷
মাশরাফি তাকে বলেন, আগামী আইপিএলে মুস্তাফিজুর যাতে কোন দলে খেলার সুযোগ পান, তা দেখতে৷ এক্ষেত্রে ধোনি মাশরাফিকে আশ্বস্ত করেন৷
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৫/মাহবুব