বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে শুভেচ্ছা জানিয়ে সুনীল গাভাস্কার বলেছেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে ‘বাচ্চা’ বলে উপহাস করা হলেও তারা আর ‘বাচ্চা’ নেই। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
সুনীল গাভাস্কার বলেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন অবশ্যই একটা শক্তি। তিনি বলেন, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি জয়ই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া। জয়ের ব্যবধান দেখুন। দুটোতেই বড় ব্যবধানে হেরেছে ভারত।
এই সিরিজে বাংলাদেশ নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করেছে বলে মনে করেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, তারা মাঠের লড়াইয়ে প্রমাণ করেছে ভারতের সঙ্গে নিজেদের পার্থক্য। এই সিরিজের প্রথম দুটো ম্যাচ দেখে অবশ্যই বলতে হবে ভারতের চেয়ে বাংলাদেশ ভালো দল।
ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা করেছেন সুনীল। তিনি বলেছেন, বাংলাদেশের দর্শক সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে থেকেছেন। এই জয় বাংলাদেশের দর্শকদের জন্য অনেক কিছু। তারা তাদের ভালোবাসার প্রতিদান পেতে শুরু করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা