মুস্তাফিজুর রহমান। যার কার্টার আর সুইংয়ে চূর্ণ হয়েছে ভারতের গাম্ভীর্য আর আহংকার। দুই ম্যাচে টানা ৫ উইকেট নিয়ে একাই কাঁপিয়ে দেয়েছেন ভারতকে। সেই মুস্তাফিজকে কোন বিশেষণ দিবেন খুঁজে পাচ্ছিলেন না অনেকে। তবে ভারতের আনন্দবাজার পত্রিকা কিন্তু মুস্তাফিজকে একটি বিশেষণ ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তা হলো 'সায়ানাইড'। অর্থাৎ অত্যক্ত বিষাক্ত যৌগিক পদার্থের মিশ্রণ।
মুস্তাফিজকে নিয়ে আনন্দবাজার লিখেছে, বাংলাদেশ বাঁ হাতি পেসার নিঃসন্দেহে মারাত্মক প্রতিভা। আজকের পর মুস্তাফিজুর রহমানকে অনায়াসে সাতক্ষীরা ‘সায়নাইড’ বলে ডাকা যেতে পারে। গত পাঁচ দিনে দু’টো ম্যাচ খেলে ১১টা উইকেট নিয়েছেন। দু’টো ম্যাচ মিলিয়ে দু-দু’বার হ্যাটট্রিকের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। এমএস ধোনি থেকে সুরেশ রায়না কাউকে পাল্টা মারের বিষ ছড়াতে দেননি।
‘সায়নাইড’ তো তিনি বটেই। তার স্লোয়ার কাটারগুলো যখন দুঁদে ভারতীয় ব্যাটিংয়ের টুঁটি ছিড়ে নেয়, নিঃশব্দ মৃত্যুদূতের বাইরে মুস্তাফিজুরকে আর কিছু মনে হয়নি। পরপর দু’ম্যাচে পাঁচ উইকেট তোলা, ক্রিকেট-বিশ্বে আজ পর্যন্ত জিম্বাবুয়ের ব্রায়ান ভিট্টোরির বাইরে কেউ করে দেখাতে পারেননি। মুস্তাফিজুর নিলেন আবার ছ’টা।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৫/মাহবুব