ভারতের মতো লম্বা ব্যাটিং লাইনআপকে নাস্তনাবুদ বানিয়ে টানা ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে এখন এক বিধংসী বোলারের নাম মুস্তাফিজুর রহমান। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সবাই এখন মুস্তাফিজ বন্দনায় পঞ্চমুখ। আর ভাবছে, ১৯ বছর বসয়ী এই তরুণ এমন কার্টার ও সুইং কোথা থেকে পেলেন? মুস্তাফিজ জানিয়েছেন, এই প্রতিভা তার ভেতর আগেই লুকিয়ে ছিল। কিন্তু নিজের ভেতরে থাকা সুপ্ত প্রতিভা বিকাশিত করার জন্য তো প্রবল ইচ্ছার প্রয়োজন হয়। এজন্য কার অনুপ্রেরণা পেলেন মুস্তাফিজ? অনেকে হয়তো থাকতো পারেন এ তালিকায়। যাদের একজন তার যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা?
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডাক পাবার পর পরই সাতক্ষীরার এই পেসার তার চাচার কাছে একটা আইফোন সিক্স প্লাস চেয়েছিলেন। এ সময় চাচা তার ভাতিজাকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে, তিনটি ম্যাচের যে কোন একটিতে তিন উইকেট পেলেই তার চাহিদা পূরণ করবেন।
চাচার প্রতিশ্রুতি অনুযায়ি এখন একটি কেন তিনটি আইনফোন পেতে পারেন মুস্তাফিজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে মুস্তাফিজ যখন ইতিহাসে নাম লেখালেন তার পর চাচার সঙ্গে তার কথা হয়েছে কিনা জানা যায়নি। তবে নিশ্চয় চাচা প্রতিশ্রুতি অনুযায়ি একটি বা একাধিক আইফোন কিনে ফেলেছেন এতোক্ষণে।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৫/রশিদা/মাহবুব