ব্রাজিল কোচ দুঙ্গা আগেই বলেছিলেন, নেইমারকে ছাড়াও ব্রাজিল সফল হতে জানে। আগেও ব্রাজিল তা প্রমাণ করেছে। গতকাল আরও একবার এর প্রমাণ দিল সিলেকাওরা। ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই কোপা আমেরিকার নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল ফাইনালের আগেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। সেমিফাইনালেই দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর! কোয়ার্টার ফাইনালের লাইনআপ বলছে, আর্জেন্টিনা যদি কলম্বিয়াকে এবং ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তবে শেষ চারেই দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর।
থিয়াগো সিলভা এবং ফারমিনোর গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে ব্রাজিল শেষ আটে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের। গতবার প্যারাগুয়ের কাছে হেরেই শেষ আটের বাধা পাড়ি দিতে পারেনি ব্রাজিল। এবার কি পারবে! যদি পারেও তাদেরকে পরতে হবে টুর্নামেন্টের ফেবারিট লিওনেল মেসির আর্জেন্টিনার। অবশ্য আর্জেন্টিনাকেও কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করতে হবে। খেলতে হবে রদ্রিগেজ-ফ্যালকাওদের নিয়ে গড়া কলম্বিয়ান দলের সঙ্গে। গত কোপা আমেরিকায় প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে গোল শূন্য ড্রয়ের পর ব্রাজিলকে হারিয়েছিল টাইব্রেকারে ২-০ ব্যবধানে। ব্রাজিলের সামনে সুযোগ এসেছে চার বছর আগের সেই দুঃখজনক পরাজয়ের প্রতিশোধ নেওয়ার। নেইমারহীন ব্রাজিল কি এই সুযোগ কাজে লাগাতে পারবে! ২৭ জুন প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। অবশ্য এর আগেরদিনই ব্রাজিল/প্যারাগুয়ের সেমিফাইনাল প্রতিপক্ষ ঠিক হয়ে যাবে আর্জেন্টিনা-কলম্বিয়া লড়াইয়ে। কলম্বিয়া রবিবার গভীর রাতে পেরুর সঙ্গে গোল শূন্য ড্র করে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে।