ক্রিকেট বিশ্ব বিস্মিত মুস্তাফিজ জাদুতে। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সুরেশ রায়নারা চমকিত মুস্তাফিজ ভেল্কিতে। বাংলাওয়াশের হাত থেকে বাঁচতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন কাটাছেড়া করছেন এই বাঁ হাতি পেসারের রহস্যময় বোলিং। প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়ে দ্বিতীয়টির আগে চুলচেরা বিশ্লেষণ করেছিলেন ধোনিরা। তাতে কি কোনো লাভ হয়েছে? সোজাসাপ্টা উত্তর, না। মুস্তাফিজের বিস্ময়কর বোলিং নিয়ে যেমন আলোচনা, তেমনি আলোচনা বাংলাদেশের ক্রিকেট নিয়েও। কোন রসায়নে টাইগারদের এমন পারফরম্যান্স? টাইগারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই জানিয়ে দেন গূঢ় রহস্য, ডরভয়হীন ক্রিকেট খেলাই সাফল্যের মূল কারণ।
১৯৮৬ সাল থেকে ওয়ানডে ক্রিকেট খেলছে। নিয়মিত খেলছে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর। সব মিলিয়ে গত ২৯ বছরে ওয়ানডে খেলেছে ৩০৫টি এবং জয় ৯৩টিতে। তবে এই বছরে যে ধারাবাহিকতা, তার দেখা মিলেনি গত আড়াই যুগেও। ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১১টি। টানা পাঁচ জয়সহ সংখ্যা ৮। যে তিন ম্যাচে হার, সবগুলোই বিশ্বকাপে। টানা জয়ে বাংলাদেশ ৩-০-তে বাংলাওয়াশ করেছে পাকিস্তানকে। ২-০ ব্যবধানে এগিয়ে ভারতকে নিয়ে যাচ্ছে সে পথে। এমন পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে টাইগারদের অবস্থান দ্বিতীয়! আইসিসি র্যাঙ্কিংয়ে স্থান সপ্তম! তাহলে দ্বিতীয় কীভাবে? বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত জয়ের হিসেবে অস্ট্রেলিয়ার পরেই টাইগারদের স্থান। মাইকেল ক্লার্কের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৩ ওয়ানডে খেলে জিতেছে ১১টি।
টাইগারদের এমন গ্রাফ উঁচু পারফরম্যান্স এসেছে মাশরাফির হাত ধরে। ২০১৪ সালে হারতে হারতে যখন বাংলাদেশের ক্রিকেট একেবারে তলানিতে, তখনই যুগান্তকারী পদক্ষেপ নেয় ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সিরিজে চালু করে দুই অধিনায়ক তত্ত্ব। টেস্ট নেতৃত্বে মুশফিকুর রহিমকে রেখে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের দায়িত্ব তুলে দেয় মাশরাফির হাতে। আমজনতার অধিনায়ক ক্রিকেটার মাশরাফি দায়িত্ব নিয়েই ‘ফ্রন্ট লাইনার’ হয়ে দলের খোলনলচে পাল্টে দেন। উপরে ওঠার যাত্রা শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। টাইগাররা ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে আফ্রিকান প্রতিনিধিদের। এরপর আর পেছনে ফিরে তাকায়নি বাংলাদেশের ক্রিকেট। গ্রাফ উপরে উঠতে থাকে তরতরিয়ে। জিম্বাবুয়েকে বিধ্বস্ত করার মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলতে যায় বিশ্বকাপে। সেখানে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালেই জন্ম নেয় সেই বৈরিতা! যে বৈরিতার রেশ এখনো চলছে। বাংলাদেশ-ভারত সিরিজে সেই বৈরিতা ধরে রেখে ব্যাটে ও বলে বিধ্বস্ত করে প্রতিবেশী দেশকে। দলের এমন পারফরম্যান্সের ব্যাখ্যায় টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলছেন। এই ক্রিকেট খেলছেন বলেই আমাদের পারফরম্যান্স এতটা ভালো হচ্ছে।’
শিরোনাম
- ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা
- ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ আগস্ট)
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১১ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম