ক্রিকেট বিশ্ব বিস্মিত মুস্তাফিজ জাদুতে। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সুরেশ রায়নারা চমকিত মুস্তাফিজ ভেল্কিতে। বাংলাওয়াশের হাত থেকে বাঁচতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন কাটাছেড়া করছেন এই বাঁ হাতি পেসারের রহস্যময় বোলিং। প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়ে দ্বিতীয়টির আগে চুলচেরা বিশ্লেষণ করেছিলেন ধোনিরা। তাতে কি কোনো লাভ হয়েছে? সোজাসাপ্টা উত্তর, না। মুস্তাফিজের বিস্ময়কর বোলিং নিয়ে যেমন আলোচনা, তেমনি আলোচনা বাংলাদেশের ক্রিকেট নিয়েও। কোন রসায়নে টাইগারদের এমন পারফরম্যান্স? টাইগারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই জানিয়ে দেন গূঢ় রহস্য, ডরভয়হীন ক্রিকেট খেলাই সাফল্যের মূল কারণ।
১৯৮৬ সাল থেকে ওয়ানডে ক্রিকেট খেলছে। নিয়মিত খেলছে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর। সব মিলিয়ে গত ২৯ বছরে ওয়ানডে খেলেছে ৩০৫টি এবং জয় ৯৩টিতে। তবে এই বছরে যে ধারাবাহিকতা, তার দেখা মিলেনি গত আড়াই যুগেও। ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১১টি। টানা পাঁচ জয়সহ সংখ্যা ৮। যে তিন ম্যাচে হার, সবগুলোই বিশ্বকাপে। টানা জয়ে বাংলাদেশ ৩-০-তে বাংলাওয়াশ করেছে পাকিস্তানকে। ২-০ ব্যবধানে এগিয়ে ভারতকে নিয়ে যাচ্ছে সে পথে। এমন পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে টাইগারদের অবস্থান দ্বিতীয়! আইসিসি র্যাঙ্কিংয়ে স্থান সপ্তম! তাহলে দ্বিতীয় কীভাবে? বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত জয়ের হিসেবে অস্ট্রেলিয়ার পরেই টাইগারদের স্থান। মাইকেল ক্লার্কের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৩ ওয়ানডে খেলে জিতেছে ১১টি।
টাইগারদের এমন গ্রাফ উঁচু পারফরম্যান্স এসেছে মাশরাফির হাত ধরে। ২০১৪ সালে হারতে হারতে যখন বাংলাদেশের ক্রিকেট একেবারে তলানিতে, তখনই যুগান্তকারী পদক্ষেপ নেয় ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সিরিজে চালু করে দুই অধিনায়ক তত্ত্ব। টেস্ট নেতৃত্বে মুশফিকুর রহিমকে রেখে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের দায়িত্ব তুলে দেয় মাশরাফির হাতে। আমজনতার অধিনায়ক ক্রিকেটার মাশরাফি দায়িত্ব নিয়েই ‘ফ্রন্ট লাইনার’ হয়ে দলের খোলনলচে পাল্টে দেন। উপরে ওঠার যাত্রা শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। টাইগাররা ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে আফ্রিকান প্রতিনিধিদের। এরপর আর পেছনে ফিরে তাকায়নি বাংলাদেশের ক্রিকেট। গ্রাফ উপরে উঠতে থাকে তরতরিয়ে। জিম্বাবুয়েকে বিধ্বস্ত করার মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলতে যায় বিশ্বকাপে। সেখানে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালেই জন্ম নেয় সেই বৈরিতা! যে বৈরিতার রেশ এখনো চলছে। বাংলাদেশ-ভারত সিরিজে সেই বৈরিতা ধরে রেখে ব্যাটে ও বলে বিধ্বস্ত করে প্রতিবেশী দেশকে। দলের এমন পারফরম্যান্সের ব্যাখ্যায় টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলছেন। এই ক্রিকেট খেলছেন বলেই আমাদের পারফরম্যান্স এতটা ভালো হচ্ছে।’
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর