শিরোনাম
- পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুইজন গ্রেফতার
- ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা
- ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ আগস্ট)
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
নিজেকে ঘরে বন্দি করে রাখলেন ধোনি
অনলাইন ডেস্ক:
প্রিন্ট ভার্সন

সোমবার গোটা দিন টিম হোটেলে নিজেকে বন্দি করে রাখলেন মহেন্দ্র সিংহ ধোনি। ব্রেকফাস্ট টেবিলে তাকে দেখা যায়নি। লাঞ্চও রুমে নিয়েছেন। টিম মিটিং বা বিপর্যয়ের কাটাছেঁড়া সব কিছুতেই ভারত অধিনায়ককে নাকি চরম নিস্পৃহ দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নাকি এতোতটা বিষণ্ণ কখনও দেখায়নি। খবর আনন্দবাজার পাত্রিকার।
বাংলাদেশের ম্যাচ জয়ের উদযাপন নিয়ে আনন্দবাজার লিখেছে, একটা ওয়ান ডে সিরিজ জয় যে বাঙালি মননে এমন ঝকঝকে শরতের আকাশ এনে দিতে পারে, বাংলাদেশ রাজধানীর রাজপথে না দাঁড়ালে অনুভব করা কঠিন। রাস্তার মোড়। সুপার মার্কেট। রেস্তোঁরা। বাজার। বাসস্ট্যান্ড। উড়ালপুল। ফেসবুক। টুইটার। যে দিকে তাকান, যে দিকে যান, সর্বত্র ইফতারের আনন্দকে দ্বিগুণ বলে মনে হবে। টিভি চ্যানেলে শোয়ের পর শো। প্রাইম টাইমের স্লটে এর বাইরে কিছু রাখা যাচ্ছে না। পাবলিক প্লেসে যে সব জায়গায় টিভি ঝুলছে, সেখানেও মিরপুরে ধোনি-বধের বাইরে কিছু নেই। অফিসযাত্রী থেকে কলেজপড়ুয়া, খুচরো ব্যবসায়ী থেকে হোটেলকর্মী, সব ফেলে দাঁড়িয়ে দেখছে আর অভিভূত হয়ে যাচ্ছে।
সংবাদ মাধ্যমটি লিখেছে, তিনটে ব্যাপার নাকি শোকস্তব্ধ করে দিয়েছে ভারত অধিনায়ককে। তার ক্যালকুলেশন ছিল যে, দু’শো পঁচিশ হাতে থাকলেও ম্যাচ থাকত। আশা করেছিলেন, টপ-মিডলের চূড়ান্ত ব্যর্থতার পরেও জাডেজা শেষ পর্যন্ত থেকে গেলে সেটা সম্ভব। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হতে প্রথম বলে বোল্ড হয়ে যান জাদেজা। বল করতে নামার আগে বোলারদের বলে দিয়েছিলেন যে, লুজ বল একটাও করা যাবে না। ম্যাচটা সেখানে অনেক আগে শেষ হয়ে গেল। নিজে নেমেছিলেন বহু দিন পর চার নম্বরে, ব্যাটিংকে ধরবেন বলে। এমএসডি ঘরানার ‘দে ঘুমাকে’ মেজাজে ঢোকেননি, টিমকে নির্ভরতা দিতে হত বলে। কিন্তু সেই প্রচেষ্টাও মর্যাদা পায়নি। একটা পার্টনারশিপ বানানোর সঙ্গী পাননি।
আনন্দবাজার আরও লিখেছে, ধোনি নাকি হারের পর একটা বার্তাই দিয়েছিলেন টিমকে। বলে দিয়েছিলেন, সব দায় আমার। তোমাদের ভাবার কিছু নেই। সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগে টিম ম্যানেজারকেও বলে দেন, আমি যাব কথা বলতে। আর আমি একাই যেতে চাই। পারব ম্যানেজ করে নিতে। টিম ম্যানেজমেন্ট চিন্তায় ছিল যে, এ বার আগ্নেয়গিরির মুখে পড়তে হবে। কিন্তু ধোনিকে আটকানো যায়নি। তবে কেউ কেউ বললেন, ধোনি অধিনায়কত্ব ছাড়বেন বা ছেড়ে দিতে চাইছেন, এমন জল্পনা চালানো অর্থহীন। টিমের পক্ষ থেকে অনেক বেশি করে তুলে আনা হচ্ছে বরং তামিম ইকবালের ক্যাচটা বিরাট কোহলি ধরার পরেও সেটা না দেওয়া। যা নিয়ে উষ্মাও বেরোচ্ছে। বলা হল, ফুটেজের যে ফিড তৃতীয় আম্পায়ার পেয়ে থাকেন, সেটা ভারতীয় ড্রেসিংরুমেও আসে। বারবার চালিয়ে বোঝা গিয়েছে যে, ওটা আউটই ছিল। আর ওখানে তামিম আউট হয়ে গেলে ম্যাচ ঘুরে যায়। এটাও বলা হল যে, কোহলি আম্পায়ারের কাছে আউট না দেওয়ার কারণ জানতে চাইলে, তাঁকেও পরিষ্কার কিছু বলা হয়নি। ভারত অভিযোগের দিকে যাচ্ছে না সেটা এখন অজুহাত দেখাবে বলে। ক্লান্তিকেও বিপর্যয়ের একটা কারণ হিসেবে তুলে আনা হল। কোহলির উদাহরণ দিয়ে যেমন বলা হল, ম্যাচে ফ্রি-হিট পেয়েও মারতে ভুলে গেলেন। টানা ক্রিকেট খেলে যাওয়ার ক্লান্তি নাকি এতটাই প্রভাব ফেলছে এখন ক্রিকেটারদের মনে। কিন্তু সে সব আর এখন শুনবে কে? মনে রাখতেও বা চাইবে কেন? বর্তমানেই লোকে বেশি বাঁচে, অতীতে নয়। আর বর্তমান বলছে, মহেন্দ্র সিংহ ধোনিদের এত যন্ত্রণার পরেও আরও একটা ম্যাচ খেলতে হবে। যতই ইচ্ছে না করুক, আরও একবার দেখা করতে হবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১১ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম