শিরোনাম
- পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের
- নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ
- ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র : আইন উপদেষ্টা
- দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অতুলনীয়: আইসিটি সচিব
- বেনাপোলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন
- যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, রাবিতে আনন্দ মিছিল
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস
- সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেফতার
- আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ
- বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন : নাহিদ ইসলাম
- “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫” এর উদ্বোধন
- বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- পাথর খেকোদের বিরুদ্ধে সিলেটবাসী নিরব: সৈয়দা রিজওয়ানা হাসান
- দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে: জামায়াত আমির
- সুদানে কারাগার ও শরণার্থীশিবিরে আরএসএফ হামলা, নিহত অন্তত ৩৩
- সুন্দরবনে পুশইন ৭৮ জন, খাবার-ওষুধ দিয়ে সহায়তা কোস্টগার্ডের
- আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
- জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না : প্রিন্স
- মুন্সিগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম
নিজেকে ঘরে বন্দি করে রাখলেন ধোনি
অনলাইন ডেস্ক:
প্রিন্ট ভার্সন

সোমবার গোটা দিন টিম হোটেলে নিজেকে বন্দি করে রাখলেন মহেন্দ্র সিংহ ধোনি। ব্রেকফাস্ট টেবিলে তাকে দেখা যায়নি। লাঞ্চও রুমে নিয়েছেন। টিম মিটিং বা বিপর্যয়ের কাটাছেঁড়া সব কিছুতেই ভারত অধিনায়ককে নাকি চরম নিস্পৃহ দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নাকি এতোতটা বিষণ্ণ কখনও দেখায়নি। খবর আনন্দবাজার পাত্রিকার।
বাংলাদেশের ম্যাচ জয়ের উদযাপন নিয়ে আনন্দবাজার লিখেছে, একটা ওয়ান ডে সিরিজ জয় যে বাঙালি মননে এমন ঝকঝকে শরতের আকাশ এনে দিতে পারে, বাংলাদেশ রাজধানীর রাজপথে না দাঁড়ালে অনুভব করা কঠিন। রাস্তার মোড়। সুপার মার্কেট। রেস্তোঁরা। বাজার। বাসস্ট্যান্ড। উড়ালপুল। ফেসবুক। টুইটার। যে দিকে তাকান, যে দিকে যান, সর্বত্র ইফতারের আনন্দকে দ্বিগুণ বলে মনে হবে। টিভি চ্যানেলে শোয়ের পর শো। প্রাইম টাইমের স্লটে এর বাইরে কিছু রাখা যাচ্ছে না। পাবলিক প্লেসে যে সব জায়গায় টিভি ঝুলছে, সেখানেও মিরপুরে ধোনি-বধের বাইরে কিছু নেই। অফিসযাত্রী থেকে কলেজপড়ুয়া, খুচরো ব্যবসায়ী থেকে হোটেলকর্মী, সব ফেলে দাঁড়িয়ে দেখছে আর অভিভূত হয়ে যাচ্ছে।
সংবাদ মাধ্যমটি লিখেছে, তিনটে ব্যাপার নাকি শোকস্তব্ধ করে দিয়েছে ভারত অধিনায়ককে। তার ক্যালকুলেশন ছিল যে, দু’শো পঁচিশ হাতে থাকলেও ম্যাচ থাকত। আশা করেছিলেন, টপ-মিডলের চূড়ান্ত ব্যর্থতার পরেও জাডেজা শেষ পর্যন্ত থেকে গেলে সেটা সম্ভব। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হতে প্রথম বলে বোল্ড হয়ে যান জাদেজা। বল করতে নামার আগে বোলারদের বলে দিয়েছিলেন যে, লুজ বল একটাও করা যাবে না। ম্যাচটা সেখানে অনেক আগে শেষ হয়ে গেল। নিজে নেমেছিলেন বহু দিন পর চার নম্বরে, ব্যাটিংকে ধরবেন বলে। এমএসডি ঘরানার ‘দে ঘুমাকে’ মেজাজে ঢোকেননি, টিমকে নির্ভরতা দিতে হত বলে। কিন্তু সেই প্রচেষ্টাও মর্যাদা পায়নি। একটা পার্টনারশিপ বানানোর সঙ্গী পাননি।
আনন্দবাজার আরও লিখেছে, ধোনি নাকি হারের পর একটা বার্তাই দিয়েছিলেন টিমকে। বলে দিয়েছিলেন, সব দায় আমার। তোমাদের ভাবার কিছু নেই। সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগে টিম ম্যানেজারকেও বলে দেন, আমি যাব কথা বলতে। আর আমি একাই যেতে চাই। পারব ম্যানেজ করে নিতে। টিম ম্যানেজমেন্ট চিন্তায় ছিল যে, এ বার আগ্নেয়গিরির মুখে পড়তে হবে। কিন্তু ধোনিকে আটকানো যায়নি। তবে কেউ কেউ বললেন, ধোনি অধিনায়কত্ব ছাড়বেন বা ছেড়ে দিতে চাইছেন, এমন জল্পনা চালানো অর্থহীন। টিমের পক্ষ থেকে অনেক বেশি করে তুলে আনা হচ্ছে বরং তামিম ইকবালের ক্যাচটা বিরাট কোহলি ধরার পরেও সেটা না দেওয়া। যা নিয়ে উষ্মাও বেরোচ্ছে। বলা হল, ফুটেজের যে ফিড তৃতীয় আম্পায়ার পেয়ে থাকেন, সেটা ভারতীয় ড্রেসিংরুমেও আসে। বারবার চালিয়ে বোঝা গিয়েছে যে, ওটা আউটই ছিল। আর ওখানে তামিম আউট হয়ে গেলে ম্যাচ ঘুরে যায়। এটাও বলা হল যে, কোহলি আম্পায়ারের কাছে আউট না দেওয়ার কারণ জানতে চাইলে, তাঁকেও পরিষ্কার কিছু বলা হয়নি। ভারত অভিযোগের দিকে যাচ্ছে না সেটা এখন অজুহাত দেখাবে বলে। ক্লান্তিকেও বিপর্যয়ের একটা কারণ হিসেবে তুলে আনা হল। কোহলির উদাহরণ দিয়ে যেমন বলা হল, ম্যাচে ফ্রি-হিট পেয়েও মারতে ভুলে গেলেন। টানা ক্রিকেট খেলে যাওয়ার ক্লান্তি নাকি এতটাই প্রভাব ফেলছে এখন ক্রিকেটারদের মনে। কিন্তু সে সব আর এখন শুনবে কে? মনে রাখতেও বা চাইবে কেন? বর্তমানেই লোকে বেশি বাঁচে, অতীতে নয়। আর বর্তমান বলছে, মহেন্দ্র সিংহ ধোনিদের এত যন্ত্রণার পরেও আরও একটা ম্যাচ খেলতে হবে। যতই ইচ্ছে না করুক, আরও একবার দেখা করতে হবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম