বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে সফরকারী ভারত। অথচ ভারতীয় দলের অন্যতম সদস্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যেন জানেনই না হোয়াইটওয়াশ অর্থ কি! তৃতীয় ওয়ানডে সামনে রেখে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অশ্বিনকে ভারতের হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রশ্নটা শুনেই বিস্ময়ভরা কণ্ঠে অশ্বিন বলেন, 'হোয়াইটওয়াশ? হোয়াট ইজ দিস!'
এরপর সাংবাদিকেরা তাকে হোয়াইটওয়াশ ও তার বাংলাদেশি সংস্করণ 'বাংলাওয়াশ' সম্পর্কে তাকে জানান। তা শুনে মৃদু হেসে ওঠেন অশ্বিন। 'বাংলাওয়াশ' এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। অশ্বিন বলেন, 'আমরা চেষ্টা করব সেরা একাদশ খেলানোর। চেষ্টা করব জিততে এবং বাংলাওয়াশ এড়িয়ে যেতে।'
উল্লেখ্য, আগামীকাল বিকাল ৩টায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এ ম্যাচ জিতলেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ