ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে মেতেছে পুরো ক্রিকেট বিশ্ব। পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। দেশটির সর্বোচ্চ ক্রিকেট সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি মুস্তাফিজের এক সাক্ষাৎকার নিয়েছে। এ সাক্ষাৎকারে ভারতের বিপক্ষে দু'টি ওয়ানডে ম্যাচ এবং ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন এই বাঁহাতি পেসার।
ক্রিকেট অস্টেলিয়ার ওয়েবসাইটে মুস্তাফিজ সম্পর্কে বলা হয়, '১৯ বছর বয়সী পেসার মুস্তাফিজুর রহমান এরই মধ্যে ইতিহাস গড়েছেন। দেশের জন্য তিনি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।' ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজ অদূর ভবিষ্যতে ব্যাটসম্যানদের জন্য আরো বড় আতঙ্ক হয়ে উঠতে যাচ্ছেন।
প্রতিবেদনে ক্রিকেটে মুস্তাফিজুরের উঠে আসার গল্পও বলা হয়। সেখানে সাতক্ষীরা থেকে শুরু করে জাতীয় দলে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে অভিষেক হওয়া এবং ভারতের বিপক্ষে ওয়ানডে বিষয় স্থান পেয়েছে।
ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক ঘটে মুস্তাফিজুরের। অভিষেকেই পাঁচ উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দেন তিনি। সেই ম্যাচে ৭৯ রানের জয় পায় বাংলাদেশ। এখানেই শেষ হলে ভালো হতো। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরো বড় ধাক্কা খায় ভারত। ধোনিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাই ছয় উইকেট তুলে নিয়ে রীতিমত ইতিহাস গড়েন তিনি। জয় পেয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জেতে টাইগাররা।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ