একাদশ বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদের উদযাপনের মুহূর্তটি বাংলাদেশ-ভারত সিরিজে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। অথচ ইনজুরির কারণে সেই মাহমুদউল্লাহর খেলাই হলো না চলমান ভারত সিরিজে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ৬ দিন আগে ৪ জুন দল থেকে ছিটকে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফিল্ডিং অনুশীলনের সময় বলের আঘাতে বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান তিনি।
ভারত সিরিজে খেলা না হলেও জুলাইয়ে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ। বাঁ হাতের ব্যবহার ছাড়া সবই করতে পারছেন এই অলরাউন্ডার। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ রানিং করেছেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামি ২৫ জুন মাহমুদউল্লাহর হাতে চেক এক্সরে করানো হবে। এর পর হাত ও আঙ্গুলে জোর ফিরিয়ে আনতে পূর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থেকে পুরোপুরি ফিট হতে হবে তাকে। তবে মাহমুদউল্লাহর আঙ্গুলের ব্যথা এখনো পুরোপুরি কমেনি। ব্যথা কমতে আরো চার-পাঁচ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
ওই সূত্রটি আরো জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যেন মাহমুদউল্লাহ খেলতে পারেন এমন টার্গেট রেখে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাই।
উল্লেখ্য, আগামী ৩০ জুন দু'টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট খেলতে ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ জুলাই টি-২০ সিরিজ শুরুর আগে ৩ জুলাই ফতু্ল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ